দরজা বন্ধ অবস্থায় কভার্ড ভ্যান থেকে যাত্রী নামিয়ে আনলেন পুলিশ
মোহাম্মাদ আদনান মামুন: শ্রীপুরের, গাজীপুর থেকে:
ঢাকা অভিমুুখী সকল প্রকার যাত্রী পরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দশ্য জনপ্রতি দুই’শ টাকা ভাড়ায় কভার্ড ভ্যান উঠছিল ১০-১৫জন নারী পুরুষ। এদের মধ্যে ছিল ৬মাসের শিশুও। এসব যাত্রীদের নিয়ে কভার্ড ভ্যানর চালক পছনের দুটি দরজার আটক করে রওনা দিয়ছিলেন গাজীপুরের উদ্দশ্য। পথে পথে পুলিশ থাকার পরও দমবন্ধ অবস্থায় ঝুঁকি নিয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষ সোমবার দুপুর গাজীপুরের ভবানীপুর এলাকায় মাওনা হাইওয় থানা পুলিশের কাছে ধরা খলেন ওই কভার্ড ভ্যানটি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হক জানান, করোনা সংক্রমনরোধে গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চকেপোস্ট বসিয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এ অভিযান চলাকালে সোমবার দুপুর গাজীপুর সদর উপজলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভবানীপুর এলাকায় চকেপোস্টে একটি পণ্যবাহী কভার্ডভ্যান জব্দ করা হয়। পর তাতে তল্লাশীর সময় দখা গেছে ৬মাসের এক শিশুসহ কয়কে নারী কভার্ডভ্যানের ভতরে অবস্থান করছেন। তারা গাজীপুরের জয়দেবপুর যাওয়ার জন্য ময়মনসিংহ থাকে কভার্ডভ্যান উঠেন। পরে চালক কভার্ডভ্যানর দরজা বদ্ধ অবস্থায় তাদের নিয়ে গাজীপুরের উদ্দশ্য রওনা দেনন।
ওই কভার্ড ভ্যানর যাত্রী সোহেল রানা জানান, তিনি গাজীপুর একটি পাশাক কারখানায় চাকুরি করন। দুইদিন আগ চাচা মারা যাওয়ার পর তিনি ময়মনসিংহর গ্রামের বাড়ি গিয়ছিলন। কারখানায় কাজে যোগ দেয়া এবং বেতনের জন্য গত রাত ফোনন করলে তিনি গাজীপুরের উদ্দশ্য বের হন। কিন্ত কোন গাড়ি না পয়ে ওই ময়মনসিংহ থেকে দুইশ টাকা ভাড়ায় ওই কভার্ডভ্যানে উঠি। একই এলাকায় একজন শিশুসহ এক মহিলা এবং আরা ৫জন যাত্রী কভার্ডভ্যানটিতে উঠে পড়েন।
পরিদর্শক মোঃ মঞ্জুরুল হক জানান, পণ্যবাহী কভার্ডভ্যান, ট্রাক অ্যাম্বুলন্স, চিকিৎসকের গাড়ি ছাড়া মহাসড়কে কোন যাত্রীবাহী যানবাহন চলতে দেয়া হচ্ছে না। এ সুযোগে কিছু অসাধু পরিবহণ চালক/শ্রমিক অনিষিদ্ধ যানবাহন যাত্রী তুলে চলাচল করছে। তাই আমরা চকেপোস্টে ওইসব গাড়িও তল্লাশী করি। এ তল্লাশীকালে ওই ধরণর কিছু প্রতারণা ধরা পড়ে। পর গাড়ি-চালকদের বিরুদ্ধে মামলা ও যাত্রীদের বাড়ি পাঠিয় দেয়া হয়।
Leave a Reply