সাভারে নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবক নাজিম উদ্দিন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের ফলে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা কোনোমতে দিনযাপন করছেন তারা। মঙ্গলবার (৭) সকালে নয়াবাড়ী ভাটপাড়া এলাকার ঈদগাঁহ মাঠে এ অসহায় শতাধিক পুরুষ-মহিলাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এর আগে সোমবার তার নিজভবন থেকে প্রায় অর্ধশতাধীক অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।
তাদের পাশে দাঁড়িয়েছেন সাভার পৌর ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন। তিনি নিজের অর্থায়নে মঙ্গলবার (৭) অসহায় পুরুষ ও মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
তিনি বলেন মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও এর প্রভাব পড়েছে। এতে করে দেশে চলছে অঘোষিত লকডাউন। এই অঘোষিত লকডাউনের ফলে বন্ধ রয়েছে গণপরিবহনও। যার ফলে নিন্ম আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। আর এই সঙ্কটে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দেড় শতাধিক নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট লাগবে।
তিনি আরোও জানান, দেশের সার্বিক পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা চলমান থাকবে।
Leave a Reply