সাভারে করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির খাদ্যদ্রব্য বিক্রি,এলাকায় সচেতন মহলে আতঙ্ক
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সারা বাংলাদেশে লকডাউনের আওতায় আসলেও সাভার বাজার বাসস্ট্যান্ডে টিসিবির দেয়া চাল ডাল চিনি তৈল বিতরণে এলাকাবাসী লকডাউনের মধ্য তারা এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ক্রয় করার সময় লাইন ধরে কিনলেও মানছে না সামাজিক দূরত্ব।
মঙ্গলবার সকালে সাভারে টিসিবি চাল ডাল তৈল চিনি বিতরণে অনিয়মের মধ্যে সামাজিক দূরত্ব বজায় নস রাখায় এখন করোনা আতঙ্ক ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।
নিয়ম নীতি না মেনে টিসিবির এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয়কালে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করলে তারা সচেতন না হয়ে বিক্রয় করছে। এসময় খাদ্যদ্রব্য কিনতে কয়েকশত লোকের গনসমাগমে লাইনে দেখা গেল অসচেতনাতায় দূরত্বহীন।
তাদের এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণে ছড়িয়ে যেতে পারে মহামারি করোনা ভাইরাস।এখন শুধুই আতঙ্কে এলাকার সচেতন মহল।
এদিকে টিসিবির নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কিনতে আসা ক্রেতারা সামাজিক দূরত্ব না রাখায় ঢাকা-আরিচা মহাসড়কে সেনাবাহিনীর টহলরত সদস্যরা নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। তারা বহুক্ষন চেষ্টার পর দূরত্ব নিয়ন্ত্রন করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রন করে আনার পর তারা চলে গেলে আবার সেই আগের অবস্থায় টিসিবির নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয় করে প্রতিনিধি দল।
যেখানে করোনা আতঙ্ক ও আক্রান্ত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক মানুষ সেখানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় এটি অনিয়মের মধ্য পড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।
Leave a Reply