সাভার পৌর এলাকা তাবলীগে থাকা ১৫ জনকে হোম কোয়ারান্টাইনে থাকা নির্দেশ সহ ৫ বাড়ীতে লাল নিশানা
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ছায়াবিথী-সবুজবাগ ও ৫ নম্বর ওয়ার্ডে ব্যাংক কলোনী মহল্লায় তাবলীগ জামাত থেকে ফেরত আসা ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সাভার থানা পুলিশ।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হন। এসময় ওই ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং তাদের অবস্থান করা বাড়িগুলোকে লকডাউন করেন।
সাভাড মতেল থানা পুলিশের নির্দেশনার পর স্থানীয় জনপ্রতিনিধি তাবলীগ ফেরত ওই ব্যক্তিদের অবস্থান করা ৫টি বাড়িতে লাল নিশান টাঙ্গিয়ে দিয়েছে।
এলাকাবাসী জানায়, সিলেটের সুনামগঞ্জ থেকে তাবলীগ-জামাত ফেরত সাভারের ছায়াবীথি ও সবুজবাগ মহল্লার ৭ জন ব্যক্তি মঙ্গলবার এলাকায় এসে অবাধে ঘোরাফেরা করতে থাকে।
সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার সানজিদা শারমিন মুক্তা জানান, তাবলিগ-জামাতের ব্যক্তিরা এলাকায় ঘোরাঘুরি করলে জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের নির্দেশে তাদের বাড়ীতে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে ব্যাংক কলোনী মহল্লায় নীলফামারী থেকে তাবলীগ জামাত ফেরত ৮ ব্যক্তি এলাকায় এসে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে থাকে। পরে পুলিশ তাদেরকে আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, দুটি মহল্লায় তাবলীগ থেকে আগত ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply