করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোরোধে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে গত কয়েকদিন ধরে কাজ করে আসছে যুব সম্প্রদায়ের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি’র আহবায়ক ও সাংবাদিক শেখ একে আজাদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির আত্বপ্রকাশ করা হয়েছে।করোনা শেষ না হওয়া পর্যন্ত চলবে সেচ্ছাসেবী সংগঠনের কাজ।
বুধবার (৮) এপ্রিল রাত আটটার সময় করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠন পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজ। এসময় তার সাথে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশ এমন সময় সাংবাদিকতার পাশাপাশি মহতি উদ্যোগ গ্রহন করায় সাংবাদিকসহ সেচ্ছাসেবী সংগঠনে যারা জরিত সকলকে অভিনন্দন জানান এবং অফিসের কার্যক্রমের লক্ষে তিনি সন্তোস প্রকাশ করেন। তিনি সংগঠনের সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
সংগঠনটি এলাকাবাসীকে সরকারের নির্দেশ পালনে যথাযথ মেনে চলা,সচেতন মূলক হিসেবে সকলের হাতে ও পায়ে জীবানুনাশক স্প্রে করা, গনসমাগম নিষেধ করা,কারো সংস্পর্শ থেকে ৪০ ইন্চি সামাজিক দূরত্ব বজায় রেখে পথ চলা,দোকান-পাট সরকারী নির্দেশ অনুযায়ী খুলা ও বন্ধ করা,করোনার সচেতনমূলক গাড়ী ও মাইক ব্যবহার করে এলাকায় বহুগুনে সচেতন বৃদ্ধি করা,প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা,সকলকে ঘরে থাকার উদ্বুদ্ধ করা। লকডাউন কেউ মেনে না চললে প্রশাসনিক সহযোগিতায় অভিযুক্তদের ব্যবস্থা গ্রহন করা।
করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় এলাকার গরীব,অসহায় দুস্থ, মধ্যবিত্তি শ্রেনিদের সাহায্যর্থে মানবতার লক্ষে ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজের সচেতন মানুষসহ বিত্তবান ব্যক্তি ও সরকারের ত্রান তহবিল থেকে সহায়তা নিয়ে তাদের নিকট পৌছে দেয়া নানা কার্যক্রম চালাবে সংগঠনটি ।
করোনা ভাইরাস ক্রান্তিলগ্নে সেচ্ছাসেবী সংগঠনটি সরকারের পাশে থেকে সাংবাদিকসহ প্রায় ৫১ জনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবে।
সকল সদস্যরা সেচ্ছায় শ্রম দিবে ক্ষুদ্র প্রয়াসে শুধু সমাজের কল্যানে তথা রাষ্ট্রের ক্রান্তি লগ্নে ক্ষুদ্র প্রচেষ্টায় অংশীদার হওয়া প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ।
করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সুমন, সদস্য সচিব শেখ এ কে আজাদসহ সেচ্ছাসেবী অন্যন্য সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীরা যথাযথ নিয়ম পালন ও অযথা এলাকায় কেউ ঘোরাঘুরি করছে কিনা নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজকে এলাকা পরিদর্শন কালে সহযোগিতা করেন। তিনি বিভিন্ন দোকানীকে সতর্ক করে দিয়ে সরকারী প্রশাসনের সময় অনুযায়ী খোলা রাখতে নির্দেশ দেন। এসময় এলাকায় বিভিন্ন ফার্মেসীতে সামাজিক দূরত্ব না মানায় ফার্মেসী মালিকদের আর্থিক জরিমানা করেছেন।
Leave a Reply