অসহায় ও নিম্নবিত্তি মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করলেন আশেক রাসুল আলামিন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনায় ভাইরাস আতঙ্কে লকডাউনে খাদ্য সংকট মূহুর্তে সাভারের রেডিওকলোনি বউ বাজার এলাকায় এক টেলিকম ব্যবসায়ী অসহায় ও নিম্ন বিত্তি মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।
শুক্রবার সকালে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগ উদ্যোগে মেহেদী টেলিকমের মালিক আশেক রাসুল আলামিন প্রায় শতাধিক মানুষের মাঝে চাউল,ডাল,আলু,লবন বিতরণ করেছেন। অসহায় মানুষগুলো এ খাদ্যদ্রব্য পেয়ে খুশি হয়েছেন তারা।
আশেক রাসুল আলামিন বলেন,আমরা যে যা পারবো একে অপরের খবর নিয়ে প্রতিবেশী,আত্মীস্বজনসহ এলাকার অসহায় হতদরিদ্র, মধ্যবিত্ত পরিবারকে সহযোগিতা বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিকোলনি সেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা করোনা আতঙ্ক মূহুর্তে এলাকাবাসীকে সচেতনতা বৃদ্ধির লক্ষে ও দূর্যোগ মোকাবেলায় যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসনীয়।তিনি সকল সদস্যদের সচেতন থেকে কাজ করার আহবান জানান।
Leave a Reply