ত্রানের চাউল চোরির সঙ্গে যারা জড়িত তারা অমানুষ,করোনার চেয়ে ভয়াবহঃ হাজী মোশারফ খান
সত্যেরসংবাদঃকরোনা ভাইরাসের আতঙ্কে লকডাউনে দেশের এই সংকটময় পরিস্থিতিতেও যারা ত্রাণের চাল চোরি করছেন তারা পশুর চেয়েও জঘন্য বলে মন্তব্য করেছেন আশুলিয়া ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান। শুক্রবার রাতে ত্রাণ বিতরণ কালে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মোশারফ খান বলেন, যারা গরীবদের হক মেরে খাচ্ছেন এবং ত্রাণের চাল চোরির সঙ্গে জড়িত, তারা অমানুষ। তাদের কর্মকাণ্ড পশুর চেয়েও জঘন্য। তাই এই সকল লোকগুলোকে সামাজিকভাবে ঘৃণা করা উচিত। যেন অন্যরা শিক্ষা নিতে পারে।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে পুরো দেশেই এখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেও চাল চোরির ঘটনা সত্যিই অবাক করেছে দেশের মানুষকে। যারা চাউল চোরির সঙ্গে জড়িত তারা অমানুষ,করোনার চেয়ে ভয়াবহ তারা।
দুর্নীতিবাজদের কোনো দল নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতায় কিছু ব্যক্তি তৈরি হয়েছে, যাদের কাজই হচ্ছে অন্যের অধিকার কেড়ে নেয়া। এই লোকগুলোর কোনো দল নেই। তাদের কোনো রাজনীতি থাকতে পারে না,তাদের শাস্তি হওয়া দরকার। এদের কাজই হচ্ছে দুর্নীতি করা। যেকোনো সরকারের আমলেই তারা সুযোগ খোঁজেন প্রধানমন্ত্রীর নির্দেশনাই সর্বোচ্চ উল্লেখ করে তিনি বলেন,
চাল চোরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও এমন ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জন্য সরকার প্রধান কে আহবান করেন।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার বদ্ধপরিকর।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র ও অসহায়,মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের কষ্ট দূর করার জন্য সরকারিভাবে বিভিন্ন খাদ্রসামগ্রীসহ চাল বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু সরকারদলীয় বেশ কিছু রাজনীতিক এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অভিযোগ উঠেছে।
Leave a Reply