মানুষের পাশে দাড়ানো লক্ষে সেচ্ছাসেবী সংগঠনের অফিসে হিজরা সম্প্রাদায়ে সদস্যদের সেচ্ছায় শ্রম
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও মোকাবেলায় অফিসে তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় সাথে অসহায়,দুস্থ্য,গরীব,মধ্যবিত্ত করোনা ভাইরার রোধে গনসচেতন বৃদ্ধি ও মোকাবেলার জন্য মানুষের পাশে দাড়ানো লক্ষে কার্যক্রম চলছে। মঙ্গলবার সারাদিন কাজ শেষে সন্তোষ প্রকাশ করে তারা এ সংগঠনের সাথে কয়েকজন হিজরা সম্প্রাদায়ের সদস্য কাজ করতে একমত পোষন করছেন।
সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব ও সাভার প্রেসমিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ বলেন হিজরা সম্প্রাদায়ের কয়েক সদস্য ও তারা সংগঠনে থেকে সেচ্ছায় শ্রম দিবে জেনে তাদেরকে অভিনন্দন জানান। তারা এ পৃথিবীতে একেকজন মানুষ তাই কারো পিছনে রেখে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
Leave a Reply