কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়,নাগরিক অধিকার
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে “কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়” এটা পৌর নাগরিকদের অধিকার এমন মন্তব্য করেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি। বুধবার (১৫ এপ্রিল) সকালে সাভারের থানা রোড এলাকার কলেজ মাঠে নতুন বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষেরা যাতে খাদ্যের জন্য কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন জননেত্রীর নির্দেশনায় আমরা সারা পৌর এলাকায় তাদের পাশে আছি। এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, সরকারের নির্দেশনাগুলো মানতে পারলে অবশ্যই আল্লাহর রহমতে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। তাই আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা আপনাদের সন্তানের কথা ও দেশের মানুষের কথা চিন্তা করেন। যদিও একটু কষ্ট হবে তারপরও এই কয়েকটা দিন পরিবারসহ বাড়িতে অবস্থান করেন। আমরা আপনাদের যে খাদ্য সামগ্রী বিতরণ করছি এটা কোন সাহায্য ও সহযোগিতা নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের আরো খাদ্য সামগ্রী পৌঁছে দিব। আপনারা পৌর এলাকার নাগরিক। আমি নাগরিকদের সেবায় নিয়োজিত। তাই আপনাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রেখেছি। এটা কোন দয়া ও ভিক্ষা নয় এটা আপনাদের অধিকারের জিনিস আপনারা নিবেন। আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে এই রোগ থেকে বাংলাদেশের সবাই মুক্তি পায়। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও দোয়া করবেন। আপনাদের জন্য কাজ করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply