করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ ‘সরপ’
নিজস্ব প্রতিবেদকঃ
সারা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণের পার্দৃভাবে এবং লকডাউন পরিস্থিতিতে ঢাকা মহানগরীর অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ)।
সোমবার (১৩এপ্রিল) দুপুরে এসব খাবার অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সরপ।
আজ থেকে খাবার বিতরণ চলতে থাকবে বলে সরপ মুখপাত্র এডভোকেট ফারহানা জাহান নিপা বলেন, সরপ এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।এসব রান্না করা খাবার বাস টার্মিনাল, রেল স্টেশন এবং রাস্তা-ঘাটে থাকা অসহায় মানুষের মাঝে সরপ এর উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দেয়া হবে।
চালহীন চুলোহীন এই ভাসমান মানুষ গুলো মুখে এক মুঠো খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই হচ্ছে সরপ এর মূল লক্ষ বলে জানিয়েছেন এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরপ সবসময় অসহায় মানুষ এর কাছে থাকবে এবং আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মকাণ্ড চলমান থাকবে।
Leave a Reply