করোনায় লকডাউনে সাভারের রেডিওকলোনি এলাকায় কর্মহীন অসহায় মানুষ অর্ধহারে ও অনাহার নিবারণের খাদ্য সামগ্রী প্রয়োজন..শেখ এ কে আজাদ
সাভারের রেডিও কলোনি নয়াবাড়ী ও ভাটপাড়া এলাকায় প্রায় ৫ শতাধীক হতদরিদ্র, অসহায়,দুস্থ্য ও মধ্যবিত্ত পরিবাররের মধ্যে জরুরি ভাবে ত্রান সামগ্রী প্রয়োজন।
সরকারের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি,সমাজসেবক,ব্যবসায়ী হৃদয়বান ব্যক্তি থাকেন তাদের পাশে দাড়াতে পারেন।
করোনা ভাইরাসের ভয়াল থাবাতে সরকারে ঘোষিত ও অঘোষিত এলাকায় লকডাউনে কর্মহীন হয়ে পরে তারা আজ অর্ধহারে ও অনাহারের মত দিন যাপন করছে।ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করা হয়েছে।
সাভার পৌর ১ নং ওয়ার্ড এলাকায় দুটি মহল্লায় প্রায় ১০০০ হাজার লোক হবে তাদের তালিকা পর্যায়ক্রমে তালিকা করা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতা ও মোকাবেলায় সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। গনসচেতনতায় এ সংগঠনটি সকলকে ঘরে ঘরে থাকতে বিভিন্ন ভাবে বুঝিয়ে চেষ্টার ফলে এলাকার মানুষ সচেতন হয়ে তারা ঘরে ফিরে। কিন্তু তারা আজ কর্মহীন হয়ে পরলে তারা আজ অর্ধ ও অনাহারে দিনপাত করছে।
এ সংগঠনটি ইতিমধ্যে রেডিও কলোনী,নয়াবাড়ী,ভাটপাড়া এলাকায় সমাজে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ভাবে গনসচেতনতার বৃদ্ধি সহ মানবসেবা লক্ষে সেচ্ছায় কাজ করে যাচ্ছে সংগঠনের সকল সদস্য।
এ সংগঠনের কার্যালয় বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিসহ অনেকে পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষে ও মোকাবেলায় সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ গ্রহন করেন সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ এতে সম্মতি দেন যুব সম্প্রদায়ের সুমন।
তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করছেন। তিনি আরো জানান অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসলে আল্লাহ তার সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখেন।
আহবানেঃ সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠন।
যোগাযোগঃ ১৪/২, নয়াবাড়ি, বউবাজার, বিপিএটিসি,সাভার,ঢাকা।
০১৬৭৩০৮৬৮১৪
Leave a Reply