শ্রীপুরে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে স্বামী!
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে স্বামী! স্ত্রীকে হত্যার অভিযোগে গৃহবধূর স্বামী আয়ুব আলীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আয়ুব আলী আবদার গ্রামের মোজাফফর আলীর পুত্র।
নিহত গৃহবধূ একই গ্রামের মো.আব্দুল জলিলের কন্যা।
(১৮ এপ্রিল শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
গৃহবধূর বাবা আব্দুল জলিল জানান, একবছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে দেন সুমাইয়াকে। আর বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য শারিরীক ও মানষিক নির্যাতন করতো। যৌতুকের দাবিতে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বাসরুদ্ধকরে হত্যার পর জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে দাবি সুমাইয়ার বাবার।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরোও জানান, গৃহবধূ হত্যার অভিযোগে আয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুরে কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে কর্মহীন পড়া প্রায় আড়াইশ স্বল্প আয়ের সাধারণ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এসময় শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
রোববার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মসজিদ মোড় এলাকায় গ্রামে প্রথম ধাপে আড়াইশ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন।
জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মরণঘাতী করোনার প্রভাবে উপজেলার স্বল্প আয়ের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছেন। এদের মধ্যে মধ্যবিত্ত পরিবারও রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে কর্মহীন হয়ে পড়াদের পরিবারের মাঝে প্রথম অবস্থায় আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাজী আব্দুল হালিম, যুবলীগ নেতা খায়রুল আলম, যুবলীগ নেতা আনিসুজ্জামান আনিছ, হুমায়ুন কবির হিরা, উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন, ফাইজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি তহর আলী ও সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply