সাভারে হাতে কাস্তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কৃষকের ধান কাটলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান ..
রফিকুল ইসলাম জিল্লু,সাভার থেকেঃ মহামারির করোনাভাইসের কারনে হাতে কাস্তে আর কোমরে গামছা বেঁধে নিজ হাতে বিপাকে পরা কৃষকদের ধান কেটে দিলেন সাভারের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান।
সারা দেশের মতো বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা পরিস্থিতিতে ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে রয়েছেন কৃষকরা। কারণ, করোনা আতঙ্কে সাভার উপজেলার কাউনদিয়া ইউনিয়নের দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট।
অপরদিকে রয়েছে কালবৈশাখীর ভয়। সঠিক সময় ধান না কাটতে পারলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই ধান পেকে আসার সাথে সাথে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।তাই আজ বুধবার সকালে দলীয় নেতাকর্মীদেকে সাথে নিয়ে বিপাকে পরা কৃষকদের সহযোগিতায় ধান কেটে দিলেন সাভারের কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান।
বরো মৌসুমে কৃষকেরা মজুর সংকটের কারনে বিপাকে পরা কৃষকদের পাশে দারিয়ে ধান কেটে দেয়ায় ওই এলাকার অনান্য কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছে।
এসময় কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বলেন,এ বছর বোরো আবাদ অনেক ভালো হয়েছে। ধানে পাকা রংও ধরছে। মৌসুমে আগে উত্তরবঙ্গ থেকে ধান কাটার শ্রমিক আসতো। করোনার কারণে কেউই এবার আসতে পারছেন না তারা।যে কোন সময় ঝড় কিংবা শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বরো মৌসুমে বিপাকে পরা কৃষকদের ধান কেটে দেয়ার।
এসময় তিনি আরো বলেন, বরো মৌসুমে কৃষকেরা যদি ধান ঘরে না তুলতে পারে তাহলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই দেশে খাদ্য সংকট এরাতে বরো মৌসুমে বিপাকে পরা আরো অনান্য কৃষকদের ধান কেটে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
Leave a Reply