নিহত ও আহত শ্রমিকদের স্বরনে ধ্বসে রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদকঃ
দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ সরকারী ও বেসরকারী শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকেরা রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তবে, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব আয়োজই ছিল সীমিত। আসেনি অন্যান্য বছরের মত দেশী-বিদেশী দর্শনাথী, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের লোকজন।
নিহত শ্রমিকদের স্মরণে আজ সকালে রানাপ্লাজার অস্থায়ী বেদীতে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।এ সময় সীমিত আকারে নিহত পরিবারের সদস্যবৃন্দ ও কয়েকটি শ্রমিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রন ও সব ধরনের সমাবেশ এড়াতে রানাপ্লাজায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এছাড়াও গতকাল সন্ধ্যায় রানাপ্লাজার অস্থায়ী বেদীতে মোমবাতি প্রজ্জলন করেন বিভিন্ন সংগঠন। এ সময় সরকারীভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও সরকারী ও বেসরকারীভাবে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,
সাভারে বহুল আলোচিত ধ্বসে পড়া রানা প্লাজার সাত বছর পূর্তি আজ। ২০১৩ সালের এই দিনে সকাল প্রায় নয়টার দিকে রানাপ্লাজার নয়তলা ভবন ধ্বসে নিহত হন ১১৭৫ জন শ্রমিক। এই ট্রাজেডিতে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
Leave a Reply