করোনায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় কয়েক’শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সাভার উপজেলা পরিষদ।
২৯ বুধবার বিকেলে বিকেলে সাভার উপজেলা পরিষদে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫ম দিনের মত এ ইফতার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ-আলম,আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
Leave a Reply