সাভারে ৩০০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে প্রতিদিন ইফতার বিতরণ করছেন সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হাসিনা দৌলা নিজ উদ্যোগে ৩০০ অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে রোজার ইফতার বিতরণ করে আসছেন।
নিজস্ব বাসভবনে তৈরি করে ভুনা খিচুড়ি করে পাঠাচ্ছেন ঐসব অসহায় পরিবারের মাঝে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা প্রতিবেদকের মাধ্যমে বলেন, করোনা ভাইরাস মোকাবেলা এ দূর্যোগ মূহুর্তে এবারে রমজানের প্রথম থেকে এই উদ্যোগ শুরু করেছি ইনশাল্লাহ রমজানের শেষ পর্যন্ত চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সমাজের হতদরিদ্র ও কর্মহীন মানুষের কথা চিন্তা করেই এ ইফতার বিতরণ কার্যক্রম চলবে। এছাড়াও তিনি নিরবে মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী ত্রাণ পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং সকলকে সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে খাদ্য বিতরণ ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।
Leave a Reply