করোনায় পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য বিধি না মানলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক,সাভারঃ
সাভারে বিভিন্ন পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য বিধি না মানলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। কারখান খুলে দেওয়ার পর একদিনে সাত পোশাক শ্রমিক করোনায় আক্রান্তের ঘটনায় উপজেলা প্রশাসন জরুরী বৈঠকে বসে।
শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ ভবনের হল রুমে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিাগের কর্মকর্তার নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জানানো হয়, রোবার থেকে সকল পোশাক কারখানাগুলো আসছে বিশেষ নজদারীতে। অবশ্যই সরকার ও বিজিএমইএর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা বিধি অমান্য করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা করোনা সংক্রামক বেড়ে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন বিভাগে চিঠি দিয়েছেন।
Leave a Reply