শ্রীপুরে ভাসমান মানুষের মাঝে ইফাতর বিতরণ করলেন ছাত্রনেতা এরশাদ খান
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর):
করোনা ভাইরাসের সংক্রমণ থাবায় যখন সারাদেশে এক লাগাতার লকডাউন চলছে তখন নিম্ন আয়ের খেটে খাওয়া ও ভাসমান মানুষ গুলো অসাহায় হয়ে পরেছে।
০৫ মে মঙ্গলবার উপজেলার শ্রীপুর বাজার ও রেল টেশন এলাকার ভাসমান কিছু মানুষের হাতে ইফতার পৌঁছে দেন শ্রীপুর পৌর ছাত্রদল।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কেএম ফজলুল হক মিলনের নির্দেশনায় শ্রীপুর পৌর ছাত্র দলের পক্ষে মোঃ এরশাদ খানের নেতৃত্বে ইফতার বিতরন করেন। মোঃ এরশাদ খান বলে পুরো রমজান মাসে ভাসমান মানুষকে ইফতার বিতরনের কর্যক্রম চলমান থাকবে।
Leave a Reply