নড়াইল জেলা এখন করোনামুক্ত ঘোষণার অপেক্ষায়
নড়াইলঃ নড়াইলে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ১৩ জনের মধ্যে ১০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে জেলায় আক্রান্ত চিকিৎসকও আছেন। ফলে নড়াইল জেলা এখন করোনামুক্ত ঘোষণার অপেক্ষায়।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন বলেন, রবিবার (১০ মে) পর্যন্ত পেন্ডিং থাকা ৭০টি নমুনার ৪৯টি নমুনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিনজন চিকিৎসক, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক, একজন প্যারামেডিকেল চিকিৎসক ও একজন ডেন্টাল টেকনোলজিস্ট এবং নড়াইলের জেলা প্রশাসকের গোপনীয় সহকারীসহ ১০ জনের করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাকি তিনজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে আপাতত নড়াইল জেলা করোনা মুক্ত হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলে মোট হোম কোয়ারেন্টিনে ছিল ১ হাজার ৩৯১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৭২জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ জন এবং ইতোমধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ জন।
সূত্রঃঅনলাইন
Leave a Reply