অবশেষ থানায় ত্রান জুটলো অসহায় কর্মহীন মানুষটির ভাগ্যে
ভিডি চিত্র দেখুন..
নিজস্ব প্রতিবেদকঃ
১২ মে মঙ্গলবার দুপুরে সাভারের স্থানীয় সাংবাদিক শেখ এ কে আজাদ তিনি সাভার মডেল থানার ওসি এএফএম সাহেদকে দৃষ্টি আকর্ষন করলে অসহায় কর্মহীন রং মিস্ত্রিকে ত্রান সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।অসহায় মানুষটি কর্মহীন হয়ে পরায় বাড়িতে চুলার আগুন না জ্বলায় সকাল থেকে বিভিন্ন জায়গায় ত্রানের জন্য ঘুরাঘুরি করলে অবশেষে ত্রানের নিত্যপ্রয়োজনীয় ভাগ্য মিললো থানায় গিয়ে। সাভার মডেলা থানার ওসি এএফএম সাহেদ তিনি এ পর্যন্ত বহু অসহায়-কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
Leave a Reply