মানিকগঞ্জের ঘিওরে করোনা ভাইরাসে দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম এর সুবিধা ভোগী ৮৬০ টি পরিবারের খসড়া তালিকা তথ্যাদি যাচাইয়ের কাজ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জের ঘিওর থেকেঃ
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের খসড়া তালিকা শতভাগ যাচাই-বাছাইয়ের মাধ্যমে তথ্যগত ভুল সংশোধন এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন করার লক্ষ্যে গত ১১ মে তারিখে ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম বাস্তবায়িন করা হচ্ছে ।
এ সময়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার নিজেও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিবারগুলোর তথ্যাদি যাচাই করেন।
প্রচন্ড তপদাহ উপেক্ষা করে গ্রামের ভেতরে মেঠো পথ পাড়ি দিয়ে যেভাবে তিনি তথ্য যাচাই করলেন তা প্রশংসনীয় । এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জের ঘিওর উপজেলার
ইউআরসি ইন্সট্রাক্টর ও ট্যাগ অফিসার জোহরা খাতুন, ঘিওর ইউনিয়নচেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ছয় ও চার নং ওয়ার্ডের ইউপি সদস্যগন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইউআরসি ডাটা এন্ট্রি অপারেটর সুভাশ, স্কাউট সদস্য আনোয়ার সহ আরো অনেকে ।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার
ইউআরসি ইন্সট্রাক্টর ও ট্যাগ অফিসার জোহরা খাতুন জানান,ঘিওরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন ও ঘিওর ইউনিয়ন এর এগারোটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ষাট জন শিক্ষক সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় এক দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করা হয়েছে । তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply