ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বাসের প্রায় ২ শতাধিক শ্রমিকরা সাভারে মহাসড়ক অবরোধ করে ত্রান ও আর্থিক সহায়তা প্রদানের দাবী
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাসে যখন দেশে লকডাউন সেখানে সাভারের স্থানীয় বাসের ড্রাইভার ও ষ্টাফরা কর্মহীন হয়ে পরলে বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কে পাকিজার কারখানার সামনে ত্রান ও আর্থিক সহায়তা দাবী করে দুই শতাধিক পরিবহন শ্রমিকরা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রায় ১ ঘন্টা অবরোধ করলে সাভার মডেল থানা পুলিশ পরিবহন শ্রমিকদের আস্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যায়।
এসময় ক্ষু্দ্ধ শ্রমিকরা জানায় হয় তাদের পরিবহন চালানোর অনুমতি প্রদান করা হোক না হয় আর্থিক অনটন থেকে মুক্তি দিতে সরকারের নিকট ত্রান ও আর্থিক সহায়তার প্রদানের দাবী করেছেন।
স্থানীয় এক বাসের ড্রাইভার সাগর আহম্মেদ জানায় লকডাউনের সময় বাস না চললে তারা কর্মহীন হয়ে পরে। এ দূর্যোগ সময় সরকার ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে তাদের এ পর্যন্ত আর্থিক ও ত্রান সহযোগিতা নিয়ে কেউ এগিয়ে আসেনি। তিনি আরো জানান,আর্থিক অভাব অনটনের জন্য তারা পরিবার ও পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন পালন করছেন।
করোনা ভাইরাস দূর্যোগের ক্রান্তিলগ্নে পরিবার ও পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন থেকে তারা মুক্তিপাক এমনটি আশা করেছেন বাসের সকল শ্রমিক।
Leave a Reply