ঢাকার সাভারে এক গৃহবধুকে গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শিমুল (১৯) ও জুয়েল (১৮)।গতকাল বুধবার সকাল ১১টায় সাভার পৌর এলাকার নামা গেন্ডা মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে ওই গৃহবধু (১৯) পাশের বাসায় তার নিজ কক্ষে ডেকে নেয় খালাতো দেবর শিমুল। সেখানে শিমুল ও তার বন্ধু জুয়েল জোর করে ধর্ষন করে গৃহবধূকে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শিমুল। এরপর ওই দিন রাতেই ধর্ষণকারী শিমুলকে প্রধান ও জুয়েলকে দ্বিতীয় আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন গৃহবধূ। অভিযোগ পেয়ে রাতেই শিমুল ও জুয়েলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
সাভার মডেল থানার অপারেশন জাকারিয়া হোসেন জানান,গণধর্ষণের শিকার গৃহবধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।অভিযান চালিয়ে দুজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply