সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জুম্মন করোনা ভাইরাস মোকাবেলায় মানবতার অগ্রদূত হয়ে কাজ করছেন
সত্যেরসংবাদঃ
সারা বিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গোটা জাতি ক্ষতিগ্রস্ত’ ,প্রশাসনের লোক, ইউপি, বিভিন্ন রাজনীতিবিদসহ দেশের বিভিন্ন জায়গায় ত্রান সামগ্রি বিতরন করছেন ঠিক তখনই মানবতার অগ্রদূত হয়ে ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জুম্মন উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে দ্রুত খাদ্য সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।
এতে অসহায় হয়ে পরা মানুষগুলো জরুরী ত্রান সহায়তা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলে।বর্তমান সৃষ্ট করোনা ভাইরাসের দূর্যোগ মুহূর্তে দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনগণের কল্যানে। পাশাপাশি তিনি মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন।
সাভার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ইউএনও।
করোনা ভাইরাস যখন পুরো পৃথিবী সহ বাংলাদেশ মহামারি আকার ধারণ করেছে সরকার থেকে নির্দেশনা আসলো সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে হুম কোয়ারান্টাইন মেনে চলতে হবে।
সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম ধাপে ইউএনও রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল গুলোর পাশাপাশি বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন এই উপজেলায়।পরর্বতীতে যখন করোনা কে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উঠেপড়ে লেগেছে ঠিক তখনই তিনি নিজেই উপজেলার প্রতিটা বাজারে বাজারে ঘুরেঘুরে দাম নিয়ন্ত্রণে আনতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে বাজার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
জরুরি সেবার জন্য তিনি সরকারি নাম্বারের পাশাপাশি তার ব্যক্তিগত নাম্বারটি খোলা রেখেছেন। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা নির্দেশনা সময়োপযোগী সিদ্ধান্ত বলে তিনি বলেন পাশাপাশি জনসমাগম রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত এই ভাইরাসের মহামারি রূপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও মনে করছেন।
ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর প্রমাণ পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে সেনাবাহিনী,পুলিশ যুক্ত হয়েছে করোনা মোকাবিলার কাজে এবং উপজেলা প্রশাসনের সাথে তারা সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।
করোনা সচেতনতায় প্রচারণার পাশাপাশি মানুষের মুখে মাস্ক ব্যবহার এবং হাত পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন করা হচ্ছে। আসুন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বার্থে, পরিবার ও সমাজের স্বার্থে সবাই ঘরে থাকি, নিরাপদ সাভার উপজেলা ইউ এন ও সুবিধাবঞ্চিতদের জন্য চালু করেছেন ‘হটলাইন’। চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় পতিত যে কেউ হটলাইনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠালেই সর্বোচ্চ গোপনীয়তার সাথে বিশেষ টিমের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে ‘মানবিক সহায়তা’।
হটলাইনে পাওয়া আবেদন যাছাই-বাছাই করে ইতোমধ্যে অনেক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। সাভার উপজেলা ইউএনও পারভেজুর রহমান জুম্মন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মুঠোফোনে সরাসরি যোগাযোগ, ক্ষুদেবার্তা ও ই-মেইলের মাধ্যমে আবেদন পেয়ে তাৎক্ষণিক যাচাই-বাচাই করে সম্মানের সহিত ভুক্তভোগী পরিবারগুলোর হাতে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় সরকার, দুর্যোগ ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি মহোদয়ের সার্বিক ব্যবস্থাপনায় সাভার অঞ্চলে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে হাজার হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে এবং এই ত্রাণ তৎপরতা করোনা ভাইরাস দুর্যোগ চলাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।তাছাড়া পবিত্র রমজান উপলক্ষ্যে অসহায় লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Leave a Reply