সাভার ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় আরো ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত,সাভারে-৩২ ও ধামরাইয়ে-৩
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ সাভারে শিল্প প্রতিষ্ঠানসহ সকল শপিং মার্কেট খুলা রাখায় করোনা প্রাদুর্ভাব বিস্তার লাভ করছে।
সাভারে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ জন। সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২২ জন। তার মধ্যে একজন ৬ মাস বয়সী শিশু ও তার বাবা পুলিশ বিভাগের সার্জেন্ট কর্মকর্তা রয়েছেন।
১৪ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাভারে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩২ জন করোনায় পজিটিভ আসে।
ধামরাইয়ের উপজেলা যুক্ত হওয়ার কথা থাকলেও, তথ্য ঘেটে দেখা যায় যে তারা সাভারেই বাসিন্ধা ছিল। ফলে সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ধামরাইয়ে ১৪ জন করোনা টেষ্ট করা হলে ৩ জন করোনা রোগী আক্রান্তের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বুধবার (১৩ মে) সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯০ জন।আজ তা বেড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২২ জন। মৃত্যু-২ জন।
গতকাল বুধবার (১৩ মে) ধামরাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১ জন।আজ তা বেড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জন।মৃত্যু-০০ জন।
১৪.৫.২০ ইং।
Leave a Reply