শ্রীপুরে স্বাস্থ্য সুরক্ষা ও জীবাণুনাশক উপকরণ বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে করোনাকালে মানুষের পাশে থাকা চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শ্রীপুরের গনমাধ্যমকর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এবং জীবাণুনাশক উপকরণ বিতরণ করেছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রয়াত সাংসদ এড.মো. রহমত আলীর ছেলে এড.জামিল হাসান দুর্জয়।
শনিবার (১৬ মে) বেলা ১২ টা হতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা এবং জীবাণুনাশক উপকরণের ২’শ প্যাকেট বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী জানান, করোনা পরিস্থিতিতে এড. জামিল হাসান দুর্জয় ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে এসব সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ জানান, দুর্জয় ভাইয়ের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশ, শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়। ইতিপূর্বে করোনা পরিস্থিতিতে মোট তিনটি ধাপে শ্রীপুর উপজেলা তথা গাজীপুর-৩ সংসদীয় এলাকার দারিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন ২৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় এ সকল স্বাস্থ্য সুরক্ষা এবং জীবাণুনাশক উপকরণ বিতরণে সহায়তা করেন শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাওসার শেখ কামাল, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা কামরুল হাসান বলবুল সহ আরো অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply