সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা না মানায় সাভারে সকল শপিং মার্কেট ও বিপনি বিতান বন্ধ রাখতে উপজেলা প্রশাসনে গন বিজ্ঞপ্তির,প্রশাসন দুটি মার্কেটকে লকডাউন
তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্টটি দেখুন..
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাসে লকডাউনে থাকা ও সাধারন ছুটি ঘোষনার মধ্যে দিয়ে গত ১০ মে থেকে সাভারে সকল মার্কেটগুলো সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকলেও সরকারিভাবে স্বাস্থ্যবিধি নির্দেশনা না মানায় ৬ দিন খোলা রাখার পর দুটি শপিং মার্কেট লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসনের কর্তৃপক্ষ।
অন্যঅন্য শপিং মার্কেটগুলো পরিদর্শন করে সরকারি স্বাস্থ্যবিধির নির্দেশনা না মানায় ১৭ মে থেকে উপজেলার সকল বিপনি-বিতান ও শপিং মার্কেটগুলো অনির্দিষ্টকালে বন্ধের নির্দেশনা দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন।
তবে জরুরি সেবা/পণ্য বিক্রিয়ের এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জানিয়েছেন তিনি।
অপরদিকে ১৬ মে সরকারি নির্দেশিত স্বাস্থ্য বিধি না মানায় ঢাকা নিকটে কেরাণীগঞ্জ উপজেলার সকল মার্কেট/বাজার/বিপণি বিতান সাময়িক ভাবে বন্ধ ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন ।
Leave a Reply