সাভার পৌর এলাকায় বিভিন্ন ড্রেনের ময়লা আবর্জনা পৌর কর্তৃপক্ষ উঠেয়ে রাখার পর দিনের পর দিন এভাবে পরে থাকতে দেখা গেছে। ১৯ ডিসেম্বরবৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গেলে এ চিত্র দেখা যায়। সাভার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের সবুজ বাগ এলাকায় এ রাস্তাটি। রাস্তায় পরে থাকা মায়লা আবর্জনা পরে আছে গত কয়েক দিন ধরে। আবার ময়লা আর্জনা মধ্যে ড্রেনের উপর টং বসিয়ে গরীব- অসহায় মানুষ পিঠা বিক্রি করছে। এ ময়লা আবর্জনা পরে থাকায় দূষিত হচ্ছে এলাকা। এলাকাবাসী জানায় এ ময়লা আর্জনা ড্রেন থেকে পরিস্কার করার পর দিনে পর দিন রাস্তায় থেকে ড্রেনের মধ্যে পরে থাকে, ফলে এলাকায় দূষন আর দূর্গন্ধ ছড়াচ্ছে এবং এ হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে সাধারন মানুষ দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সাভার পৌর কর্তৃপক্ষের ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করে নিয়ে সাধারন মানুষকে দূর্ভোগ থেকে মক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply