সাভারে বিজেএসসির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সারা বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) উদ্যোগে সোমবার (১৮ই মে) সন্ধ্যায় সাভারের ছায়াবিথী এলাকায় অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি গাজী মোহাম্মদ হিরক এবং সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিমের উদ্যোগে ও বিজএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এব্যাপারে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি গাজী হিরক গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, করোনা প্রকোপে অনেক মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। ইতোপূর্বে আমরা সাভারে বিভিন্ন অসহায় মানুষের মাঝে এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছি। বাগেরহাটেও খাদ্য ও ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করা হয়েছে। যতদিন করোনা প্রকোপ থাকবে আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এব্যাপারে বিজেএসসি ঢাবি সংসদের সভাপতি মীর সাদ্দাম হোসেন গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, করোনা প্রকোপে অসহায় ও কর্মহীন মানুষের পাশে সবসময় আমরা আছি ও থাকবো। ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমূলক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। সমাজের সকল মানুষ এগিয়ে আসলে কেউ অসহায় থাকবে না। কর্মহীন মানুষদেরও তখন আর অভুক্ত থাকবে না। সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর জন্য আহ্বানও জানান তিনি।
ইফতার বিতরণ কার্যক্রমে “সময় এখন আমাদের” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুজ্জান হিমু এবং বিজেএসসি ঢাবি শাখা সংসদের সভাপতি মীর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply