ধ্বসে পরা রানা প্লাজার আহত ও নিহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাভার উপজেলা পরিদষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব
ডেক্স সংবাদঃ
রানা প্লাজার আহত পঙ্গু রাশেদা। রানা প্লাজায় আহত হয়ে এক পা হারিয়েছেন তিনি। শুধু মাত্র তাই নয় পরিবারের স্বচ্ছলতার সক্ষমতাই যেন হারমানায় তার পঙ্গুত্বতে। পরিবারের উপার্জনক্ষম এক মাত্র বারো বছর বয়সী ছেলেও করোনায় বেকার। ঘরে খাবার নেই। তবে চেয়ারম্যানের সহায়তায় ঈদের সেমাই, নুডলস, গুড়া দুধ, পোলার চাল, তৈল, চিনিসহ ঈদ সামাগ্রী পেয়েছেন। তাতেই রাশেদার খুশি। এক মাত্র ছেলেকে নিয়ে ঈদের আনন্দকে যে ফুটিয়ে তুলেছেন চেয়ারম্যানের উপহার সামগ্রীতে। শুধু মাত্র রাশেদায় নয়। মনিকা, আমেনা রাইসা ,কহিনূর, নুপুর, ফিরোজা, সোনিয়াদেরও মতো শতাধিক পরিবার ঈদের খাবার সামগ্রী উপহার পেয়েছেন ।
শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর সন্নিকটে সাভার কলেজের মাঠে ও রানা প্লাজার সামনে সাভার উপজেলা পরিদষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব রানা প্লাজায় আহত ও নিহতসহ আরো অসহায় দুই শতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় রানা প্লাজায় হতাহত হয়ে পঙ্গু , আর্থিক অস্বচ্ছল, নিহতদের পরিবারের সদস্যদরকে ঈদ সামগ্রী দেওয়া হয়। ঈদের দিনের জন্য সেমাই , নুডুলস, পোলার চাল, তৈল,মুরগী, চিনিসহ বিভিন্ন রকম খাবার সামগ্রী প্রদান করা হয়েছে ।
এবিষয়ে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব জানান, রানা প্লাজায় হতাহতদের পরিবার ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের দুঃখ-কষ্ট গুলো ভাগাভাগি করার চেষ্টা করেছি মাত্র। তারা যাতে ঈদের দিন কিছু ভালো খেতে পারে তারই সামান্য চেষ্টা বলেও জানান তিনি ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, দপ্তরসম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুবুসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
সম্পাদনায়: আবুল কালাম আজাদ।
Leave a Reply