সাভারের আশুলিয়া গণকবাড়ী ইপিজেড এলাকায় ঔষধ প্রশাসনের এর অনুমোদনহীন অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন নকল পণ্য তৈরীর অপরাধে র্যাব ফোর্সেস সদর দপ্তর এর সিপিসি-২ ও র্যাব-৪, নবীনগর ক্যাম্পের একটি আভিযানে মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান নেতৃত্বে অভিযান করা হয়েছে।
১৯ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান করে জিয়া ড্রাগ হাউস-২ কোম্পানীর মালিক মোঃ ইমদাদুল হোসেন পলাশ (৩৮), পিতা- মোঃ কাউছার শেখ, সাং- বাদাউল উত্তর পাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, এ/পি- জিয়া ড্রাগ হাউস-২, সাং- দেওগাঁও, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। দীর্ঘদিন যাবৎ নকল পন্য তৈরি করার অপরাধে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
র্যাব ৪ জানায়, জিয়া ড্রাগ হাউস কোম্পানী হতে ১) কে ওয়াই জেলি ৯০ পিস, ২) মুভ স্প্রে ৫০ পিস, ৩) মুভ ক্রীম ১৫ গ্রাম ওজনের ৪০ পিস, ৪) স্কীন সাইন ১৫ গ্রাম ওজনের ১০০ পিস, ৫) বেটনোভেট সি ৫০ গ্রাম ওজনের ১৮০ পিস, ৬) বেটনোভেট এন ২০ গ্রাম ওজনের ২০০ পিস, ৭) বেটনোভেট সি (স্কীন ক্রীম) ৩০ গ্রাম ওজনের ৩০০ পিস, ৮) ডিকলো (এম) ৪৫০০ পিস, ৯) আই পিল ৯৮ প্যাকেট, ১০) মুনটস ৮০০ পিস, ১১) নেহা (লাল) ১০০ মিঃ লিঃ ২১৬ বোতল, ১২) নেহা (নিল) ৭২ বোতল, ১৩) ইনজয় সিরাপ ৫০ মিঃ লিঃ ১৪৫ বোতল, ১৪) ওরাভিট (সি) ২৮০০ ট্যাবলেট, ১৫) জানডু (বিএএলএম) ৮ মিঃ লিঃ ১০ পিস, ১৬) পাওয়ার প্লাস ক্যাপসুল ১৫ টি, ১৭)ইটচ গার্ড ক্রীম ৬ পিস, ১৮) লাপেন্টা (৫০) ১০০ পিস, ১৯) ইনজয় পাওয়ার ওয়েল ৫০ মিঃলিঃ ২০২ বোতল, ২০) কেনালগ ৫ গ্রাম ৪ পিস, ২১) স্কীন লাইট ২০ গ্রাম ১০ পিস সহ আরো বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ মালামাল জব্দ করা হয় এবং র্যাবের ভ্রাম্যমান আদালত ধ্বংস করে দেয়। জব্দকৃত মালামালের মূল্য ১০ লক্ষ টাকার হবে। এ সংক্রান্তে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(এ)/সি ধারায় মোবাইল কোর্ট মামলা নং- ০৮/১৯ দায়ের করা হয়েছে ।
অবৈধভাবে নকল পণ্য ক্রয় বিক্রয় ও তৈরী করার অভিযোগ পেলে আগামীতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply