লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীন,জেলা ৩১৫এ১,বাংলাদেশ’র পক্ষে ঈদের শুভেচ্ছা জানালেনঃ কবি লায়ন শামছুন নাহার

লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীন,জেলা ৩১৫এ১,বাংলাদেশ’র পক্ষে ঈদের শুভেচ্ছা জানালেনঃ কবি লায়ন শামছুন নাহার

লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীন, জেলা ৩১৫এ১,বাংলাদেশ চার্টার প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ার পার্সন কবি লায়ন শামছুন নাহার আহমেদ করোনা ভাইরাস প্রতিরোধ ও দূর্যোগ মোকাবেলায় পরিবারের নিজস্ব অর্থায়নে সরকারী নির্দেশে গন সচেতনতায় মাস্ক,স্যানেটারিজ পন্য ও খাদ্য সামগ্রী বিতরণ সহ ঈদুল ফিতরে সকলকে সচেতন থেকে পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনুরোধ করেছেন। তিনি সকলকে লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীন, জেলা ৩১৫এ১,বাংলাদেশ পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

যুক্ত হয়েছিলে সেই দানবীর ও সাহসি নারী কবি লায়ন শামছুন নাহার আহমেদ’র নিকট…শেখ এ কে আজাদ

করোনা ভাইরাসের এই পৃথিবীতে প্রতিটি মুসলিমের ঘরে ঘরে ঈদ এসেছে খুশির বার্তা নিয়ে।
কিন্তু করোনা সৃষ্ট পরিস্থিতিতে আমরা এবার ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারছিনা।
আমাদের অনেক বন্ধু, স্বজন করোনা আক্রান্ত হয়ে চলে গেছেন পৃথিবী ছেড়ে। অনেকেই লড়াই করে চলেছেন ভাইরাসের বিরুদ্ধে।
যে যেখানে আছি স্বাস্থ্যবিধি মেনে চলি।
মহান আল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে হেফাজত করুন।

সম্পাদনায়ঃআবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *