সাভারে আশুলিয়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে
হাইওয়ে থানা পুলিশ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার হাইওয়ে থানা পুলিশের এক অভিযানে ঢাকা- টাঙ্গাইল রোডের আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার ২৮ মে গভীররাতে সাভার হাইওয়ে থানা পুলিশের একটি টহল টিম বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা প্রাইভেট কার করে দুইজন ব্যক্তি একটি বস্তা নেমে অন্যগাড়ীতে উঠার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে বস্তার মধ্যে থাকা ৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে সাভার হাইওয়ে থানা নিয়ে যায় পুলিশ।
সাভার হাইওয়ে থানার এসআই নূরুল হাসান রিয়েল জানান,আমাদের পুলিশের একটি টিম সেখানে পৌছালে তাদেরকে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে একটি বস্তার মধ্য থাকা ৭০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করে থানায় আনা হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হেল বাকী সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply