সাভারে নয়াবাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারী গার্মেন্টস কর্মীর আত্মহত্যা,ঝুলন্ত মৃত্যু দেহ উদ্ধার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর এলাকার নয়াবাড়ীতে অভাব অনটনে পারিবারিক কলহের জেরে এক নারী গার্মেন্টস কর্মী ইতি (২০) ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। নারীর আত্মহত্যার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শন করে মৃত্যুদেহটি উদ্ধার করে।
১০ জুন বুধবার সকাল ৮ টার দিকে তার মা গিতা রানী গার্মেন্টস কারখানায় ও বাবা সূজন রাজমিস্ত্রি কাজ কাজ করতে যায়। সকাল ৯ টার সময় তার বোন দরজা ধাক্কা দিলে তার সারা শব্দ না পাওয়ায় সন্দেহ হলে আশে পাশে লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ফাঁসি দেয়া মৃত্যুদেহটি দেখতে পায়।
আত্মহত্যাকারী নারীর গ্রামের বাড়ী রাজশাহী গোদাগারী এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ তার পিতা মাতার সাথে বসবাস করে আসছিলেন। তার দেড় বছর আগে বিয়ে হয় এক রাজমিস্ত্রী ছেলের সাথে। স্বামী,পিতা,মাতা, এক বোনসহ একই ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন ।
সে নয়াবাড়ী এলাকার সমাজ সেবক আব্দুস সালামের বাড়ি পাশে বিপল চন্দ্র বাড়ীর ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন থেকে স্বামী ও তার পরিবার নিয়ে বসবাস করতেন।
সাভার মডেল থানার পুলিশের এসআই তৌহিদ জানান,আত্মহত্যা নারীর মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে। সে একটি স্থানীয় গার্মেন্টস কারখানায় চাকুরি করতো,কিন্তু চাকুরি না থাকায় পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ভাবে মন্তব্য করেছেন। তবে আত্মহত্যাকারী নারী ইতির পিতা-মাতা কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে মৃত্যুদেহটি তার পরিবারের নিকট দেয়া হবে।
Leave a Reply