১৭ দিন পর মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান
সত্যের সংবাদ ডেক্সঃ অবশেষে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হবার পর দীর্ঘ ১৭ দিন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হলেন ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি পারভেজুর রহমান।
মঙ্গলবার (৯ জুন) কোভিড-১৯ পজিটিভ থেকে সুস্থ হওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে মেডিসিন কনসালটেন্ট এর পরামর্শক্রমে অভিনন্দন জানিয়ে তাকে প্রত্যায়ন পত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আরএমও ডা. নাজমুল হুদা সহ অন্যরা।
উল্লেখ্য, গত ২৬ মে রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানিয়েছিলেন ইউএনও পারভেজুর রহমান করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন।
গত ২৩ মে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মোট ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষনা ইনস্টটিটিউট (বিএলআরআই) এর ল্যাবে পাঠানো হয়। পরে গত ২৬ মে তার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনের রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার সহ মোট ২৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন।
উল্লেখ্য, একজন মানবিক ইউএনও হিসেবে সাভারে পারভেজুর রহমান লকডাউন অবস্থায় মৃত্যুভয়ে ভীত দিনরাত সমানের শারীতে কাজ করে গেছেন। তিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি, লকডাউন, স্বাস্থ্যসেবা, মোবাইল কোর্ট ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে সাভারের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এই সৎ নির্ভিক কর্মকর্তার জন্য। সবাই যখন নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত, ঠিক তখনি এই মানুষটি নিজের পরিবারের নিরাপত্তার কথা না ভেবে করোনারভাইরাস মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছেন তার সহকারীদের নিয়ে।
ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও সংগঠনসহ এই নির্বাহী কর্মকর্তার জন্য রোগমুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন। তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্ম জীবনে ফিরে আসায় আল্লাহর নিকট অষেশ কৃতজ্ঞ প্রকাশ করেছেন সত্যের সংবাদ.কম এর মিডিয়া পরিবার ।
সম্পাদনায়ঃআবুল কালাম আজাদ।।
Leave a Reply