সাভারে ব্যবসায়ী দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ
মোঃরফিকুল ইসলাম জিল্লু,সাভার থেকেঃ
সাভারের গেন্ডা এলাকায় এক ব্যবসায়ী দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় পথরোধ করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুমন আহাম্মেদ খানের এক ভাই। বৃহস্পতিবার তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গতকাল ১০ জুন বুধবার বিকেলে ব্যবসা শেষ করে বাড়ির দিকে রওয়ানা হলে মোল্লা মার্কেট সংলগ্ন মধুমতি মডেল টাউনে পৌছালে
আমিনুর (৪৫)পিতাঃমালু মিয়া,সজিব (২০) পিতা শরিফ মিয়া,ইমন(২৩),ফয়সালসহ ৭ থেকে ৮ জন এলাকার চিন্হিত সন্ত্রাসী ধারালো চাপাতি,রামদা,লোহার রডসহ অশ্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বড় ভাই মোঃ রহিম আহম্মেদ খানকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপালে রেফার্ড করেন।
সুমন আহাম্মেদ খান প্রতিবেদককে জানান,
আমিনুর রহমান এলাকার চিন্হিত সহ কয়েকজন মিলে ব্যবসা প্রতিষ্ঠান চালালে তাদেরকে দাবীকৃত ৫ লক্ষ টাকা দিতে হবে।
না দিলে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিল। বুধবার বিকেলে বাড়িতে যাওয়ার পথে বড় ভাইকে একা পেয়ে গুরুত্বর জখম করে পকেটে থাকা ৮০ হাজার টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়।
সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ স্থানটি পরিদর্শন করেছেন পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
Leave a Reply