সাভার ইউনিয়ন এলাকায় একটি মুদি দোকানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
সাভারঃ১৬ই জুন দিবাগত রাত ১টার দিকে সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওগাঁও পশ্চিম পাড়া এলাকায় একটি মুদি দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক কাজম আলী জানান,প্রতিদিনে ন্যায় গতকাল রাত ১১.৩০ মিনিটের দিকে দোকান বন্ধ করে নিজ ঘরে শোয়ে পরেন তিনি।পরে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার দোকানে ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।পরে স্থানিয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান,দূর্বৃত্তদের আগুনে তার দোকানের আসবাবপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।এতে দোকানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।কে বা কারা কি কারণে তার দোকানে আগুন দিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।তবে এই বিষয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করবেন বলে জানান তিনি।
স্থানিয়রা জানান,রাত ১টার দিকে হঠাৎ বাহির থেকে পোড়া গন্ধ এবং মানুষের ডাকচিৎকারে ছুঁটে আসেন এবং দেখতে পান কাজম আলীর মুদি দোকানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।পরে সকলের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনার সাথে কারা জড়িত এই বিষয়ে কিছুই জানেন না তারা।
সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি বলেন,ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply