করোনা ভাইরাস মহামারীতে প্রথম যে পেশার মানুষ রোগীদের সেবা দিয়ে আসছেন তাঁরা হচ্ছেন পল্লী চিকিৎসকঃ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মো: সায়েমুল হুদা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাস মহামারীতে প্রথম যে পেশার মানুষ রোগীদের সেবা দিয়ে আসছেন তাঁরা হচ্ছেন পল্লী চিকিৎসক সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: সায়েমুল হুদা তিনি প্রধান অতিথির বক্তব্যে ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেছেন। তিনি আরো বলেন এই চিকিৎসকদের কাজে লাগিয়ে সাভারে বৃহৎ একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। যে দলের সদস্যরা সরকারের হয়ে নিজের জীবন বাজী রেখে স্বাস্থ্য বিভাগকে সহায়তা করছেন।
সাভারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জুম্মনসহ সকলে সম্পৃক্ত হয়ে পরিকল্পিতভাবে জনপ্রতিনিধি, পুলিশ, স্বেচ্ছাসেবক, পল্লী চিকিৎসকসহ সকলে মিলে কাজ করে সাভারকে রক্ষার চেষ্টা করা হয়েছে। যে কারণেই সাভারের করোনা আক্রান্তের সংখ্যা এখন কমে আসছে। যারা রোগ প্রতিরোধের সহায়ক ও মোকাবেলায় কাজ করে আসছেন সকলের প্রতি তিনি ক্রিতজ্ঞতা প্রকাশ করেছেন।
২৫ জুন সাভার উপজেলার আশুলিয়ার গাজীরচটে হানিফ মেমোরিয়াল স্কুলে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সায়েমুল হুদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি, এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ আবুল বাশার, ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম উদ্দিন সোহেল প্রমুখ।
করোনা ভাইরাস মহামারী ঠেকাতে সমাজে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। এই পেশার মানুষ সাভার উপজেলা স্বাস্থ্য প্রকল্পের দিক নির্দেশনায় যে সেবামূলক কাজ করে যাচ্ছেন এতে পল্লী চিকিৎসকদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে ব্যক্ত করেন বক্তারা।
বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক তোফায়েল হোসেন তোফাসানি বলেন, পল্লী চিকিৎসকরা যেভাবে করোনা মহামারীতে কাজ করে যাচ্ছেন তাতে একদিন এ দেশের ইতিহাসে এই যোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পেশার মানুষগুলো হচ্ছে রোগীদের প্রথম ভরসা।
এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার বক্তব্যে বলেন, পল্লী চিকিকদের পেশাগত মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। করোনা যুদ্ধে এই পল্লী চিকিৎরাই প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছে।
বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম উদ্দিন সোহেল বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে এই সংগঠন ও পল্লী চিকিৎসকরা দেশে যেভাবে কাজ করে যাচ্ছেন তাঁর অনুপ্রেরণা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা। তিনি পল্লী চিকিৎসকদের এই যুদ্ধে সম্পৃক্ত করে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামসোনা ইউনিয়নের ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি পল্লী চিকিৎসক লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক জাহিদ হাসান। এছাড়াও অনুষ্ঠানের আয়োজক পল্লী চিকিৎসক ইব্রাহীম মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply