সাভারে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিক
উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর গেন্ডা রাজাবাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন এবং অফিস কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সাভার মডেল থানা জাতীয় পার্টির উদ্যোগে এ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত রাষ্টপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মুরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোনাজাতের মাধ্যমে সকল নেতাকর্মী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।করোনা ভাইরাস থেকে সকলের জন্য মুক্তি কামনা করা হয়।
এসময় সাভার মডেল থানা জাতীয় পার্টির সভাপতি মোকলেছ মিয়া ও সাধারন সম্পাদক জসিম, সাংগঠনিক সম্পাদক এম এ হালিম ও সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা এসময় আরো বলেন দেশের শীর্ষস্হানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। করোনায় তার মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
Leave a Reply