মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ৪ বারের সংসদ সদস্য বিএনপি নেতা শাজাহান সিরাজ আর নেই
প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপি নেতা শাজাহান সিরাজ আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজ মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাজাহান সিরাজ ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। শরীর খারাপ হওয়ায় সোমবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকাল ১১টায় টাঙ্গাইলের এলেঙ্গায় হবে তার প্রথম জানাজা। পরে রাতে রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।
শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের সময় যাদের চার খলিফা বলা হতো, তার একজন তিনি। একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আ সম আব্দুর রব। সেখান থেকে তারপর দিন ইশতেহার পাঠের পরিকল্পনা হয়। ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাজাহান সিরাজ। সরাসরি অংশ নেন স্বাধীনতা যুদ্ধেও।
চার বার সংসদ সদস্য ছিলেন শাহজাহান সিরাজ। পরে যোগ দেন বিরোধী দল জাসদে। ১৯৯৫ সালে যোন দেন বিএনপিতে। তিনি বন ও পরিবেশ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মৃত্যু খবর শুনে রাতে গুলশানে ১ তার বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও রাজনীতিতে শাজাহান সিরাজ এক মহানায়ক।
Leave a Reply