
হায়রে জীবন ধারা
মাহাবুব মন্ডল
খুঁজে বেরাই অাজ মানবতা
উচুঁ অাসনে বসে অাছেন
মানবতা বিরোধীরা
ধুঁকে ধুঁকে মরছে
জনদরদীরা!
হায়রে জীবন ধারা
সমাজের ঘুনে
ধরেছে মনে
খেয়ে ফেলেছে মায়া মমতা!
দেশ প্রেমিকদের দুঃখে কাঁদে
অামার সোনার বাংলা!!
নিউজটি শেয়ার করুন

Leave a Reply