সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

মোঃ রফিকুল ইসলাম জিলু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক এন,আর,কে নামে একটি অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মমতাজ বেগম অটো রাইস মিলটি উদ্বোধন করেন। এবং কারখানাটি ঘুুুরে দেখেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী মোঃ কায়সার হামিদ।
এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ এমপি বলেন, নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে।
এসময় এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মিলের উৎপাদিত চাল স্বপ্ল মুল্যে এলাকার চাহিদা পুরন করে দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বে অবস্থান সৃষ্টি করবে।

উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুর রহমান( ভিপি শহিদ )সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাইর থানা আওয়ামী লীগ,আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস ,সিংগাইর থানার জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান জানাব আব্দুল হালীম রাজু , জয়মন্টপ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাৎ হোসেন , সহস্থানীয় সকল গন্য মান্য ব্যক্তি বর্গ ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,মোঃ রিয়াদ হোসেন প্রকল্প পরিচালক , এন,আর,কে অটো রাইস মিল লিঃ ,ইউপি সদেস্য জামিত্তা ইউনিয়ন পরিষদ ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *