সাভারে ১৩৬ তম দিন পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ ৪৬৪০টি ,মৃত্যু ২৯ জন,স্বাস্থ্য বিধি মনে চলার আহবান..ডাঃ সায়েমুল হুদা

সাভারে ১৩৬ তম দিন পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ ৪৬৪০টি ,মৃত্যু ২৯ জন,স্বাস্থ্য বিধি মনে চলার আহবান..ডাঃ সায়েমুল হুদা

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ সাভারে শিল্প প্রতিষ্ঠানসহ সকল শপিং মার্কেট খুলা রাখায় করোনা প্রাদুর্ভাব বিস্তার লাভ করে। এ পর্যন্ত সাভারে গত ৩ মাস ১৬ দিনে ৪৬৪০ জন করোনা ভাইরাসে নমুনা সংগ্রহ করা হয়েছে।

২৫ জুলাই শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাভারে ইতিমধ্যে ৪৬৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯২৩ জনের দেহে করোনায় পজিটিভ আসে। এর মধ্য ৮৬৯ জন সুস্থ্য হয়েছেন আর মৃত্যু হয়েছে ২৯ জন ।

তিনি জানান, সাভারে সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষে ও করোনাভাইরাসের ক্রান্তি লগ্নে সরকারের প্রশাসন,সাংবাদিক,রাজনৈতিক,ব্যবসায়ীরা কাজ করার কারনে এ মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কম হয়েছে বলে মন্তব্য করেন।
ডাক্তার সায়েমুল হুদা তিনি বলেছেন সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে কাজ করেন এবং একে অপরের সাথে কথা বললে মুখের লালা যাতে অন্যের শরীরে না যায় সে দিকে লক্ষ রাখতে হবে,দূরত্ব বজায় রাখতে হবে।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ জুলাই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৫২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৮৭৪ জনের মৃত্যু হল।আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,২১,১৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৪৪৬টি।
দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১,০১,৪৮০টি।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *