গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার বৃদ্ধাশ্রমের সালেহা বেওয়া আর নেই

  • গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে আশ্রিত বাসিন্দা সালেহা বেওয়া(৬৮) শনিবার ভোরে একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

এ বিষয়ে বৃদ্ধাশ্রমের পরিচালক আপেল মাহমুদ জানিয়েছেন,গেলো সন্ধ্যায় বৃদ্ধাশ্রমে আশ্রিত সালেহা বেওয়া নামে এই দাদী নামাজের জন্য টিউবওয়েলে ওযু করতে গেলে সেখানে পড়ে গিয়ে বেহুশ হয়।তৎক্ষনিক তার চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা মৃত্যু ঘোষনা করে। সালেহা বেওয়া(৬৮) শনিবার ২১ ডিসেম্বর ভোর বেলায় তিনি দুনিয়া ছেড়ে চলে যান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাখাওয়াত হোসেন জানান, ধারণা করা যাচ্ছে তিনি স্ট্রোক করে পড়ে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,সালেহা বেওয়া এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে বসবাস করতেন।স্বামী মারা যাওয়ার পর অসহায় হয়ে অন্যের বাসা-বাড়ীতে কাজ ও ভিক্ষা করে জীবন ধারণ করতেন তিনি।বয়সের ভারে ও শারিরীক অক্ষমতায় গৃহকর্ম ও ভিক্ষাবৃত্তিও চালিয়ে যেতে না পারায় বছর দেড়েক আগে এ বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় সালেহা বেওয়া।
এদিকে এ বৃদ্ধাশ্রমে আশ্রিত অন্যান্য বৃদ্ধ -বৃদ্ধারা জানান, সালেহা বেওয়া এখানে আশ্রয় নেওয়ার পর থেকেই সকলের সাথে মিলেমিশে,হাসিখুশি, গল্পগুজব করেই দিননিপাত করতেন। হঠাৎ সালেহা বেওয়ার এমন মৃত্যুতে তারাও শোকে কাতর বৃদ্ধাশ্রমের সকলে। সকলে তার মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *