সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় রাস্তা বন্ধ করে চাঁদা দাবি
মোঃ রফিকুল ইসলাম জিলু, সাভার থেকেঃ
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে সরকারী রাস্তা বন্ধ করে বিভিন্ন প্লট মালিক ও বাসা বাড়ির মালিকদের কাছে চাদা দাবির অভিযোগ উঠেছে ওই এলাকার সন্ত্রাসী ইউসুফ এর বিরুদ্ধে।
এঘটনায় ভুক্তভোগী করম আরী বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে চাদা না পেয়ে এলাকার সন্ত্রাসী ইউসুফ বাউন্ডারী ওয়াল নির্মান করে সরকারী রাস্তা বন্ধ করে রেখেছে। এব্যপারে কোনো কথা বললে সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিমেরটেক এলাকায় এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় নিমেরটেক এলাকায় ইটের সলিং এর রাস্তাটি পাকা বাউন্ডারী ওয়াল নির্মান করে বন্ধ করে রাখা হয়েছে।
ভুক্তভোগি বিভিন্ন বাসা বাড়ি ও প্লট মালিকেরা বলেন, এলাকার সন্ত্রাসী ইউসুফ দির্ঘদীন ধরে তাদের কাছে ৫০ হাজার টাকা থেকে ২লক্ষ টাকা প্রর্যন্ত চাদা দাবি করে আসছিল। পরে প্লট মালিক ও বিভিন্ন বাসা বাড়ির মালিকেরা তাদের দাবিকৃত চাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে।
পরে সন্ত্রাসীরা তাদের দাবিকৃত চাদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এল,জি,আর,ডি করা ইটের সোলিং এর রাস্তাটি দখল করে পাকা বাওন্ডারী ওয়াল নির্মান কওে সড়কটি বন্ধ করে দেয়।
এসময় ভুক্তভোগিরা আরো বলেন, সড়কটি দখল করে পাকা বাউন্ডারী ওয়াল নির্মান করার সময় তারা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র স্বত্রে সজ্জিত হয়ে তাদের উপরে চারাও হন।
তারা আরো বলেন, রাস্তা বন্ধ করে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় এ ব্যপারে থানা পুলিশ এবং জন প্রতিনিধিকে জানালে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যান তারা।
জন সাধারনের চলাচলের জন্য এলাকার একমাত্র ব্যস্ততম সড়কটি বন্ধ করে দেয়ার কারনে চরম বিপাকে পরেছেন ওই এলাকার বাসা বাড়ির মালিকসহ বিভিন্ন অফিসগামী লোকজনেরা।
এসময় বাসা বাড়ির মালিকেরা আরো বলেন, চলাচলের জন্য একমাত্র সড়কটি বন্ধ করে দেয়ার কারনে ভাড়াটেরা অনেকেই বাড়ি ছেরে চলে যেতে চাইছে বলে জানান তারা।
রাস্তা বন্ধ করার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ বলেন, রাস্তার মধ্যে তার মালিকানা ৪শতক ৯০ পয়েন্ট জমি রয়েছেন, সেজন্যই তিনি রাস্তা বন্ধ করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছেন। এসময় তিনি আরো বলেন, এল,জি,আর,ডি এই রাস্তা কোথায় পেলো এ জমি আমার, এল,জি,আর,ডি এর ম্যাজিষ্ট্রেট আসুক আমাকে ডাকলে এর জবাব দিব বলে জানান তিনি।
Leave a Reply