উন্নয়নে সাভারের আশুলিয়ার চার নং ওয়ার্ড এলাকার আরসিসি রাস্তার কাজের পরিদর্শন করলেনঃ হোসেন আলী মাষ্টার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়া ইউনিয়নের চারাবাগের আরসিসি ঢালাইয়ের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর।
গতকাল ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার রাস্তা উন্নয়নের কাজ নিয়মিত পরিদর্শন করেন।
আশুলিয়া ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার বলেন, ইউনিয়নের পিতা চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরো জানান, আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আর একটি সড়ক কাঁচা থাকবে না পায়ে দাঁড়াতে হবে না কাঁদামাটি। নির্বাচনে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে দিন রাত জনগনের চিন্তা করে কাজ করে চলছি। এবংকি উন্নয়ন হচ্ছে এলাকার প্রতিটি আনাচে-কানাচের রাস্তাঘাট।
ইউপি সদস্য হোসেন মাস্টার বলেন, আমাদের ইউনিয়ন ‘এর চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সহযোগিতায় এসব উন্নয়ন করা সম্ভব হচ্ছে।
Leave a Reply