পানি দেখতে গিয়ে পড়ে মারা গেল এক বছরের শিশু
ডেক্স সংবাদঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে হামাগুঁড়ি দিয়ে বাড়ির পুকুরে পড়ে ফারিয়া নামে এক বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার ছিপান গ্রামে। ফারিয়া ছিপান গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছিপান গ্রামের শফিকুল ইসলামের শিশু কন্যা ফারিয়া দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজ্ঞাতে হামাগুড়ি দিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন।
পরে বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, খুবই দুঃখজনক ঘটনা।
সূত্রঃ কালের কন্ঠ
Leave a Reply