শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আনোয়ার হোসেন ফের গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক-
গাজীপুরের শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে উপজেলা আনোয়ার হোসেনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
১২ আগস্ট বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিন ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওই গ্রামের সুলতান উদ্দিনের পুত্র।
শ্রীপুর থানার এস.আই নাজমুল হক জানান, শ্রীপুর পৌরসভার কর্মচারী সবুজ মিয়ার ও তার স্ত্রী মৌসুমি সরকারের বিরুদ্ধে গত কিছুদিন ধরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানোর কারণে সবুজ মিয়া বাদী হয়ে আনোয়ার হোসেন ও তানভীর ইউ আহম্মেদ ও অজ্ঞাত নামে শ্রীপুর থানায় মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আনোয়ারের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কারণে একই আইনে অপর একটি মামলা হয়। ওই মামলায়ও আনোয়ার হোসেন গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হয়।
Leave a Reply