কবিতা ✍ইচ্ছে করেনা আর লিখতে ✍
✊✊✊✊??✊✊✊✊
অর্থ ছাড়া এই শহরে
এ জীবন অর্থহীন হয়ে পড়েছে!
তবুও ছোটাছুটি খবরের সন্ধানে
তবুও ছোটাছুটি বিজ্ঞাপনের জন্যে
তবুও ছোটাছুটি রুটি-রুজির সন্ধানে!
খবরের কাগজে
ইচ্ছে করেনা অার লিখতে
কোথাও ভালো খবর নেই বলে!
অাজ এই করোনা কালে
বানের পানিতে স্বপ্ন ভাসে!
ক্ষুধার্ত শিশুরা কাঁদে
এই শহরের বাসা-বাড়িতে
কর্মহীন মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরছে!
সেখানেও একমুঠু ভাতের জন্যে
ওরা অধীর অাগ্রহে অপেক্ষা করছে!
অাজও ধর্ষিত শিশুর ডাক চিৎকারে
অামাদের ঘুম ভাংছে
অাজও কাঙালের ধন চুরি করে
টাকার পাহাড় গড়ছে!
ইচ্ছে করেনা অার এসব খবর লিখতে
জীবন সংগ্রামে অাজ তুমুল যুদ্ধ চলছে!!
✊✊✊✊✊✊?✊✊✊✊✊✊
Leave a Reply