সাভারে পৃথক ঘটনায় এক নার্স ও শিক্ষার্থীসহ দুজনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে সাভারের তালবাগ এলাকায় লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাভার সুপার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নার্স রিতা খানমকে (২২) বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে সকালে সাভারের কাউন্দিয়া এলাকার মোন্নাফ আলীর বাড়ির ভাড়াটিয়া স্থানীয় শহীদ স্মৃতি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রুনা আক্তারের (১৫) বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) জাকারিয়া হোসেন বলেন, ময়না তদন্তের পরে জানাযাবে এ দুটি হত্যা নাকি আত্মহত্যা।
Leave a Reply